• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

জাবিতে পুলিশ-আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৪:০৮ পিএম
জাবিতে পুলিশ-আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান
মহাসড়কে বিজিবির অবস্থান। ছবি : প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হল ভ্যাকান্টের সিদ্ধান্ত দিয়েছে প্রশাসন। এসময় রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশ থাকায় শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থা লক্ষ্য করা যায়।

এদিকে ক্যাম্পাসেই বাইরে মহাসড়কে বিজিবি ও র‌্যাব অবস্থান নিয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এক সিন্ডিকেট মিটিংয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন হল থেকে স্লোগান নিয়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে জড়ো হন। পরে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেন।

আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আমরা প্রত্যাখান করেছি। আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ হিল কাফী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে ক্যাম্পাসের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয় এজন্য আমরা এসেছি।”

এ বিষয়ে ভিসি অধ্যাপক নূরুল আলমের বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!