• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

শিক্ষার্থীরা হল ছাড়বে না, আন্দোলনের সমন্বয়ক সারজিস


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৩:৩১ পিএম
শিক্ষার্থীরা হল ছাড়বে না, আন্দোলনের সমন্বয়ক সারজিস
হল ছাড়ার ঘোষণা প্রাত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। ছবি : সংবাদ প্রকাশ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়বে না বলে জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, হল খালি করার ঘোষণা তারা মেনে নেবেন না। দেশে কোনো মহাদুর্যোগ চলছে না যে হল বন্ধ করতে হবে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিকে যাওয়ার সময় সারজিস এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আন্দোলনকে স্তিমিত করার উদ্দেশ্যে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা হল ছাড়বেন না। সরকার দাবি মেনে নিলে তারা আর রাজপথে থাকবেন না। ছাত্রসমাজ যৌক্তিক দাবির জন্য লড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দফায় দফায় সংঘর্ষের পর দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

 

Link copied!