• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে’ স্লোগানে উত্তাল চবি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৯:৩৮ পিএম
‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে’ স্লোগানে উত্তাল চবি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার অতিক্রম করে ছাত্রী হলোগুলোর পাশ দিয়ে গিয়ে আবার জিরোপয়েন্ট আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারী শিক্ষার্থী তিথি বলেন, “আজকে বাংলাদেশে ৬ মাসের কন্যা সন্তান থেকে শুরু করে ৭০ বছরের নারী পর্যন্ত কেউই নিরাপদ না। আমি বলতে চাই ধর্ষণের জন্য দায়ী একমাত্র ধর্ষকই। তার উপযুক্ত শাস্তি কার্যকর করতেই হবে।”

আরেক শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের ওপর পা দিয়ে ক্ষমতায় বসেছে। তারা এখন পর্যন্ত ধর্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আপনারা ব্যর্থ হলে ক্ষমা চেয়ে পদত্যাগ করেন। অতি দ্রুত ধর্ষণের সকল মামলা শেষ করতে হবে, তা না হলে আমরা জানি কীভাবে আপনাদের বাধ্য করতে হয়।”

Link copied!