• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহ্বায়ক কমিটি গঠন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০১:১৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহ্বায়ক কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. আজিজুল হক এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. পিয়ার হোসেন মাসুম সদস্যসচিব মনোনীত হয়েছে।

শনিবার (১ মার্চ) সংগঠনটির আহ্বায়ক মো. আজিজুল হক নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাফিজুল ইসলাম হাফিজ, যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম, আল নূর রাজু, আসিফ শাওন, মাশহুর খান মহান ও মোনালিসা। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিয়া ইবনাত লামিয়া।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ ওমর আসিফ, যুগ্ম সদস্য সচিব ড. মো. আসিফ শেখ আকাশ, জুলফিকার সুলতান, আবদুল্লাহ বিন আতাউর, ফুয়াদ বিন আমিন, নাহিদুল ইসলাম, সোহেল আহমেদ, মো. সাদউদ্দিন পারভেজ, আবদুল্লাহ আল সিফাত ও মো. ফাহাদ এনাম। মুখ্য সংগঠক মো মাসুদ রানা, সংগঠক হয়েছেন মো আতাহার ফিদা, মো রেজুয়ান খান, মানিক মিয়া, নাহিদ উদ দৌলা, মো. আরফানুল হক। এ ছাড়া সহ-মুখপাত্র হয়েছেন মো. ফারহানা আক্তার, সাবিহা আক্তার কানন ও সাদিয়া আফরিন।

সদস্য হিসেবে রয়েছেন, তানভীর রহমান ইমন, ইমরান হোসেন, আব্দুল মোমিন, রাসেল হাসান ও আলাউদ্দিন আহমেদ, ইমন হাসান, মনসুর আহমদ, নূর জামান, ফারুক হোসাইন, আব্দুল কাদির শুভ ও জাহিদ হাসান।

Link copied!