• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

‘ক্যাম্পাসকে রক্তের রাজনীতিমুক্ত চাই’


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০১:০৫ পিএম
‘ক্যাম্পাসকে রক্তের রাজনীতিমুক্ত চাই’
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : প্রতিনিধি

“বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস হবে রক্তের রাজনীতিমুক্ত। এখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভাই ও বোনদের ওপর ছাত্রদলের এই রকম নির্মম হামলার পুনরাবৃত্তি বাকৃবিতে দেখতে চাই না।”

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বাকৃবি শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ভয়কে জয় কর, কুয়েটকে রক্ষা কর’, ‘কুয়েট, তোমার ভয় নাই, জুলাই-আগস্ট ভুলি নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দি‌তে থা‌কেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, কুয়েট শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য সবাইকে লড়াইয়ের আহ্বান জানান।

Link copied!