• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাকৃবিতে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কর্মশালা


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৪:৩২ পিএম
বাকৃবিতে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালায় বাকৃবির ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন, যা আগামী ১১ ডিসেম্বর শেষ হবে।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টায় গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
কর্মশালার কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। বাকৃবির অর্থায়নে ও জিটিআইয়ের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। এছাড়া প্রশিক্ষণার্থী ও শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোর্স কো-অর্ডিনেটর ড. মাছুমা হাবিব বলেন, “প্রশিক্ষণের সুযোগ যারা গত ১৭ বছর ধরে পাননি, আজ তারা এই সুযোগ পেয়েছেন। এখন নিজেদের প্রস্তুত করতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ মানুষের দক্ষতা হচ্ছে সেটাই যে বিষয়ে সে দক্ষ। আপনারা সবাই কাজ করেন, তবে এই প্রশিক্ষণ আপনাদের দক্ষতা আরও বাড়ানোর জন্য। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে যাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের পাশাপাশি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে যেন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রশিক্ষণের ক্ষেত্রে জিটিআই ইতোমধ্যেই অগ্রণী ভূমিকা পালন করতে শুরু করেছে। আশা করি, আপনারা এই প্রশিক্ষণে আগ্রহী ও মনোযোগী হবেন।”

Link copied!