• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নবীনদের বরণ করে নিল নজরুল বিশ্ববিদ্যালয়


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৮:১৫ পিএম
নবীনদের বরণ করে নিল নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের নবাগত (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। এটি বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচ।

সোমবার (৪ নভেম্বর) সকালে ‘গাহি সাম্যের গান, মঞ্চে নবীন বরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ হতে পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। তিনি নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিতে অংশগ্রহণ করাসহ বিভিন্ন পরামর্শ দেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। তিনি শিক্ষার্থীদেরকর সময়কে কাজে লাগিয়ে গঠনমূলক ক্যারিয়ার গড়ার পরামর্শসহ অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Link copied!