• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০১:৪৮ পিএম
দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য
ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য অধ্যাপক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। এর মাধ্যমে তিনি ঢাবির ২৮তম উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।

শনিবার (৪ নভেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে কর্মরত।

দায়িত্ব গ্রহণের পর উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ তাকে শুভেচ্ছা জানান। এরপর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এ এস এম মাকসুদ কামাল ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে।

চলতি বছরের ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় অধিশাখা ২-এর যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম এক প্রজ্ঞাপনে ২৯তম ঢাবি উপাচার্য হিসেবে অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে সাময়িকভাবে দায়িত্ব প্রদানের একটি আদেশ জারি করা হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!