প্রথম-নবম শ্রেণির ভর্তিতে মাউশির নতুন নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৪:৫৯ পিএম
প্রথম-নবম শ্রেণির ভর্তিতে মাউশির নতুন নির্দেশনা
মাউশির লোগো। ছবি : সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম-নবম শ্রেণিতে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (৩ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।

এতে বলা হয়, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য সরকারি ও মহানগর এবং জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর থেকে এই তথ্য জমা দেওয়ার কাজ শুরু হয় এবং ৮ নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে gsa.teletalk.com.bd উল্লিখিত এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়।

এদিকে ঢাকার প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত এলাকায় সর্বোচ্চ তিনটি থানাকে অন্তর্ভুক্ত করার নিয়ম রয়েছে। এ ছাড়া অনলাইন আবেদন ফরমে ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করতে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ভুল তথ্য জমা দিলে প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে দায়ী হতে হবে বলে নির্দেশ দিয়েছে মাউশি।

এবার কোটাভিত্তিক ভর্তি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকত। আসন শূন্য থাকলে নাতি-নাতনিদেরও সেই কোটায় ভর্তির সুযোগ দেওয়া হতো।

নতুন নিয়ম অনুযায়ী, এখন শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানরাই এই কোটা সুবিধা পাবেন। আসন শূন্য থাকলে মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সূচি

* তথ্য জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর।
* অনলাইন আবেদন গ্রহণের শুরু ১২ নভেম্বর।
* অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ নভেম্বর।
* ভর্তির লটারি ডিসেম্বর (তারিখ পরে জানানো হবে)।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!