• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

ইবির পূজা উদ্‌যাপন পরিষদের নতুন কমিটি


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৬:৫১ পিএম
ইবির পূজা উদ্‌যাপন পরিষদের নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পূজা উদ্‌যাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পংকজ রায় মনোনীত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) পূজা উদ্‌যাপন পরিষদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমন বিশ্বাস, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পিন্টু লাল দত্ত ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সুকান্ত দাস।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অনির্বাণ সরকার, তন্ময় ঘোষ, রিয়া বসাক, স্বপন রায়, মনিকান্ত বিশ্বাস, রবি শঙ্কর, স্বপন রায়, স্বপ্না রানী মন্ডল, দীপ কুন্ডু, উত্তম কুমার পাল, প্রান্ত কুমার কুন্ডু, শুভ্র ভৌমিক, তুর্য বিশ্বাস, দীপ সাহা ও আর্য পাল।

এ ছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন বাস্তব বসাক। সহ-কোষাধ্যক্ষ হিসেবে রামকৃষ্ণ চৌধুরী, তুষার বিশ্বাস, দ্বীপজয় মল্লিক, পূজা দত্ত ও শ্যামল দাস মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, “পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে সবার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। এ বছর পূজার এই আনন্দঘন মুহূর্তে আমরা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমাদের সমাজের প্রতিটি মানুষ যেন ঐক্য, ভালোবাসা এবং সৌহার্দ্যের মাধ্যমে একত্রিত হতে পারে এই কামনাই করি। আমি দেশ ও জাতির মঙ্গল কামনা করি এবং ঈশ্বরের আশীর্বাদে সবার জীবন বয়ে আসুক অনাবিল আনন্দ। এই পূজায় প্রতিটি হৃদয়ে আনন্দের দ্বীপ জ্বলুক এবং সকলের জীবনে সুখের আগমন ঘটুক।”

Link copied!