• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

জবি ছাত্রী অথৈর মৃত্যু নিয়ে রহস্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১১:১১ এএম
জবি ছাত্রী অথৈর মৃত্যু নিয়ে রহস্য
প্রত্যাশা মজুমদার অথৈ

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ।

নিহত ওই শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেসে ভাড়া থাকতেন তিনি।

নিহত শিক্ষার্থীর সঙ্গে ওই মেসে থাকতেন সোনালী সাহা। তিনি বলেন, ‘আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে হাসপাতালে এসেছি।’

ওই শিক্ষার্থীর সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার নাম ইয়াসিন মজুমদার।

সহপাঠীদের দাবি, আটক যুবকের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!