জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকাসক্তি প্রতিরোধ ও নিরাময়ে ডোপ টেস্টের নিয়ম চালু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে এর অন্তর্ভুক্ত করাসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে লাল সবুজ সংঘের সদস্যরা।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টায় নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা। এসময় তারা চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে অনুরোধ করেন।
তাদের অন্য দাবিগুলো হলো- মাদকাসক্তি প্রতিরোধে অতিদ্রুত মাদক বিরোধী সেল গঠন করতে হবে, ক্যাম্পাসের মাদক সাপ্লাই ও সেবনের পয়েন্টগুলো চিহ্নিত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বিভাগ ও হলগুলোতে মাদকবিরোধী সচেতনামূলক কাউন্সিলিং সভার আয়োজন করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ব্যবহার বেড়েই চলেছে। তাই মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ক্যাম্পাসে মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিরো টলারেন্স নীতিকে কঠোরভাবে অনুসরণ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহ পূরণ করবে। এতে করে ক্যাম্পাসে মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব হবে।”