• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিএসসিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৯:০১ এএম
টিএসসিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় তারা গায়েবানা জানাজা আয়োজন করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে ইসকনের নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন, এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায় মিছিলকারীদের।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।”

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। সংঘর্ষের সময় তাকে কুপিয়ে হত্যা করে বিক্ষোভকারীরা।

Link copied!