• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

অনশন ভেঙ্গে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১২:০২ পিএম
অনশন ভেঙ্গে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল
জুস খেয়ে অনশন ভাঙছেন কুয়েট শিক্ষার্থীরা। ছবি; সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে অব্যাহতির ঘোষণায় ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিনগত রাতে তারা অনশন ভাঙেন। পরে তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। অব্যাহতির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান ইউজিসির সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান।

শিক্ষার্থীরা বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের বিজয় হয়েছে। সত্য কখনো হারে না। ভিসির পদত্যাগ নয়, পতন হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিগগিরই স্থায়ী নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের প্রস্তুতিও চলছে।

উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গত ১৪ এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরপর থেকে উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু হয়।

Link copied!