• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

শাবি প্রেসক্লাবের সঙ্গে কুলাউড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ


শাবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৯:২৯ পিএম
শাবি প্রেসক্লাবের সঙ্গে কুলাউড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার থেকে আগত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘কুলাউড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সাস্ট’।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি ফাহিম আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক তামিমা জান্নাত তাম্মি।

এ সময় সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক অয়ন ধর ও সহ দপ্তর সম্পাদক নিশাত এবং সংগঠনের এমসি কলেজ শাখার সহ-সভাপতি স্বপন মীর উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সংগঠনটির সভাপতি ফাহিম আহমেদ চৌধুরী বলেন, “উপজেলাভিত্তিক সংগঠন হলেও আমাদের কার্যক্রম বড় পরিসরে পরিচালিত হয়ে থাকে। এখানে প্রতিটা সদস্য আন্তরিকতার তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা চাই পরামর্শ ও সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে প্রেসক্লাব সবসময় আমাদের পাশে থাকবে।”

শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, “আঞ্চলিক সংগঠনগুলো সর্বদা শিক্ষার্থীদের জন্য কাজ করে থাকেন। শাবি প্রেসক্লাবও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের প্লাটফর্ম ভিন্ন হলেও উদ্দেশ্যে একই শিক্ষার্থীদের সেবায় কাজ করে যাওয়া। সংগঠন ছোট হোক বা বড় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই মুখ্য বিষয়। এই পথ চলায় প্রেসক্লাবে সর্বদা আপনাদের পাশে থাকবে।”

এসময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক, সাগর হোসেন জাহিদ ও সাধারণ সদস্য নোমান ফয়সাল উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!