জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি যোগদান করেন।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়৷
পরে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি কোনো ফুল না আনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আলোচনা শেষে দুপুর ১২টায় পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন স্থানে ড. মোহাম্মদ কামরুল আহসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দুপুর ১২টা ১৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) ড. এ বি এম আজিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।