• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জবি উপাচার্যের বক্তব্য ‘বর্জন’ করলেন সাংবাদিকরা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০২:৪৭ পিএম
জবি উপাচার্যের বক্তব্য ‘বর্জন’ করলেন সাংবাদিকরা
গণমাধ্যমকর্মীদের সামনে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্মারকলিপি দেওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের কথা শুনিয়ে অপমান করে বের করে দেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।

এসময় উপাচার্য কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, “আপনারা এখানে কেন? এখানে তো শুধু শিক্ষার্থীরা থাকবে। গণমাধ্যম বের হলে আমি প্রবেশ করব।”

প্রেস বিফ্রিংয়ে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে উপাচার্য বলেন, “আমি সেটা পরবর্তীতে বিবেচনা করব।”

এরপর সব গণমাধ্যমকর্মী কনফারেন্স রুম থেকে বের হয়ে আসেন।

এ বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, “উপাচার্য সুন্দর করে বলতে পারেন। তিনি এভাবে তো অপমান করতে পারেন না। আজ আমরা উপাচার্যের বক্তব্য বর্জন করলাম।”

Link copied!