• ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩০, ৫ রমজান ১৪৪৫

রোজায় জবিতে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০২:১৪ পিএম
রোজায় জবিতে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিনিধি

পবিত্র রমজান মাসে (রোজা) শিক্ষার্থীদের সুবিধার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রত্যেক ইনিস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীরে সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চালু থাকবে জরুরি সেবা। ঢাকার বাহির থেকে আসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের নেতৃত্বে সকল অনুষদের ডিন, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং সকল বিভাগের চেয়ারম্যানের সম্মতিক্রমে আগামী ৯ মার্চ হতে ২০ মার্চ পর্যন্ত সকল ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রত্যেক ইনিস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীরে সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবাসন সুবিধা না থাকায় অনেক শিক্ষার্থী বাসে আসেন গাজীপুর, কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জ থেকে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, রমজান মাসে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য যথাসময়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত বাস পরিষেবাও চালু থাকবে, যেন শিক্ষার্থীরা সহজে ক্যাম্পাসে আসতে পারে। শিগগির এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!