জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃক প্রকাশিত ‘জবি বার্তা’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
শনিবার (২২ মার্চ) উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও বিভিন্ন দপ্তর প্রধানদের নিয়ে মোড়ক উন্মোচন করেন উপাচার্য।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং জবি বার্তা সম্পাদনা পর্ষদের আহ্বায়ক ও জনসংযোগ ও প্রকাশনা (পিআরআইপি) দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
‘জবি বার্তা’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, গবেষণা, শিক্ষা ও উন্নয়ন সংক্রান্ত তথ্য প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমাদের এই প্রকাশনার মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্ভাবনী চিন্তা ও অর্জনসমূহ সবার কাছে পৌঁছে দেওয়া। এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগকে আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ রাখবে বলে মনে করি।”