• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

জবিতে চাকরির মেলা, ভাইভা দিয়েই কাজের সুযোগ


সোহানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:২৮ পিএম
জবিতে চাকরির মেলা, ভাইভা দিয়েই কাজের সুযোগ
জবিতে চাকরির মেলা। ছবি : প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’। ২ দিনব্যাপী এই চাকরি মেলায় শিক্ষার্থীরা অন-স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা ৩৫টি শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে প্রায় ২০০টি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ লাভ করতে পারবেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেওয়ার পাশাপাশি অন-স্পট ইন্টারভিউতেও অংশ নিচ্ছেন।

মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, Dabur, Pran, MGI, APEX, Ispahani, NPOLY, Abul Khair, CONCORD, Creative IT, বিভিন্ন ব্যাংক, সিএ ফার্ম ও কনসাল্টেন্সি প্রতিষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, মেলায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন বা আবেদন ফি প্রয়োজন নেই। আয়োজকদের প্রত্যাশা, দুই দিনে প্রায় ১০ হাজার দর্শনার্থী ও ২ হাজার চাকরিপ্রত্যাশী মেলায় অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!