• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবিতে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০১:৫৪ পিএম
জাবিতে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) পরিসংখ্যান বিভাগ প্রাঙ্গণে সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

নূরুল আলম বলেন, “শিক্ষা-গবেষণা ও চাকরির বাজারে দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনাম অর্জন করছে। এতে বিশ্ববিদ্যালয় গর্ববোধ করে।”  

উপাচার্য আরও বলেন, “শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে শুধু চাকরির পেছনে ছুটবে না, তাদেরকে সংগঠক এবং উদ্যোক্তা হতে হবে।”  

উপাচার্য চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নীতি-নির্ধারকদের এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে আরও বেশি সুযোগ দানের আহ্বান জানান।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিআইবি) মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আবেদীন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, বিভাগীয় শিক্ষক ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Link copied!