• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২২ শা'বান ১৪৪৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৮:৫১ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আহাদ নামের এক শিক্ষার্থী গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সূত্রাপুর ভাড়া মেস বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আত্মহত্যার চেষ্টা করা আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।  

এ সময় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।  

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েক দিন ধরে ঠিকমতো খাওয়াদাওয়া করেননি। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ জানা যায়নি।

Link copied!