• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

জবির বেদখল হল উদ্ধারের ঘোষণা শিক্ষার্থীদের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৭:২৫ পিএম
জবির বেদখল হল উদ্ধারের ঘোষণা শিক্ষার্থীদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দখল করা হল উদ্ধার করার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় শিক্ষকদের সঙ্গে নিয়ে হল উদ্ধারে নামবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে ধুপখোলা খেলার মাঠও দখল করা হবে বলে জানা গেছে।

সোমবার (১২ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয় নুর নবী এসব কথা জানিয়েছেন।

নুর নবী বলেন, “ট্রেজারার মহোদয়, তিনি তার স্বপদে বহাল থাকবেন। তার নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০টায় হল আন্দোলন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলন থাকার আহ্বান করছি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয় বলেন, “আমরা আশা করি, শিক্ষার্থীদের ১৩ দফা ট্রেজারার মহোদয় মেনে নেবেন। ইতোমধ্যে তিনি আমাদের ১৩ দফা শুনেছেন। মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছেন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট ১১টি হল আছে দখল করা আছে। সেগুলো হলো,

১. বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল
২. ড. হাবিবুর রহমান হল
৩. বাণী ভবন হল
৪. আব্দুর রহমান হল
৫. শহীদ আনোয়ার শফিক হল
৬. সাইদুর রহমান হল
৭. রউফ মজুমদার হল
৮. শহীদ আজমল হোসেন হল
৯. বজলুর রহমান হল
১০. নজরুল ইসলাম খাঁন হল
১১. শহীদ শাহাবুদ্দিন হল।

এর আগে রোববার (১১ আগস্ট) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। সেখানে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ১৩ দফা দাবি উন্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Link copied!