জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বার্ষিক সিনেট অধিবেশনে অর্থ মন্ত্রণালয় প্রণীত সর্বজনীন পেনশন ব্যবস্থা (প্রত্যয় স্কিম) বাতিলের প্রস্তাব করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন।
শনিবার (২৯ জুন) বিকেলে আয়োজিত সিনেট সভায় তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। উপস্থাপনের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই এই প্রস্তাবকে সমর্থন করেন৷
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনায় তা প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে দীর্ঘদিন থেকে কর্মবিরতিসহ নানা ধরনের আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ জাবি শিক্ষক সমিতি।
এ বিষয়ে অধ্যাপক মোতাহার হোসেন বলেন, “আমরা বৈষম্যমূলক এই সর্বজনীন পেনশন স্কিম চাই না। এই সর্বজনীন পেনশন স্কিম বাতিল করে আমাদের আগে যে সুযোগ-সুবিধা দেওয়া হতো, সেগুলো পুনরায় বহাল করা হোক।”