• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. আবুল হোসেন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ০৬:১২ পিএম
জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. আবুল হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯৪তম বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেনকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত কাজে অসহযোগিতা করার জন্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ আহমেদ হালিমকেও চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

Link copied!