আগামী ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল। তবে সশরীরে ক্লাস চালু করার বিষয়ে সব অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম। তিনি বলেন, “আজ বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভায় উপাচার্যের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়, ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলও খুলে দেওয়া হয়েছে।”
রেজিস্ট্রার আরও বলেন, “অফলাইনে বা সশরীরে ক্লাস কখন থেকে হবে, তা সব অনুষদের ডিন, চেয়ারম্যান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা কার্যক্রম।