জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ ছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভর্তি কার্যক্রম কমিটির অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, “ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯-১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মোট ৯টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগের বছরের মতো এ বছরও সেকেন্ড টাইমারদের জন্য বহাল থাকছে পরীক্ষা দেওয়ার সুযোগ`, এ ছাড়াও কমিয়ে আনা হয়েছে ইউনিটভিত্তিক ক্রাইটেরিয়া।