• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বর্ণপদক জিতলেন জবি শিক্ষার্থী নিলুফা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৭:২০ পিএম
স্বর্ণপদক জিতলেন জবি শিক্ষার্থী নিলুফা
সাদেকা হালিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নিলুফা ইয়াসমিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ শুটিং স্পোটস ফেডারেশনে সুজুকি ১১তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটি স্বর্ণ এবং মিশ্র দলগত ইভেন্টে একটি রৌপ্য পদক অর্জন করেছেন।

এরপর বুধবার (৫ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নিলুফা ইয়াসমিন ।

নিলুফা ইয়াসমিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী) ১৬তম ব্যাচের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা দরকার। কারণ খেলাধুলা শরীর মন দুটোই ভালো রাখে। খেলাধুলা করলে তাদের মনোযোগ অন্য দিকে যায় না। যারা খেলাধুলা করে, তারা জীবনে অন্যদের থেকে এগিয়ে।”

নিলুফা ইয়াসমিন বলেন, “পড়াশোনার ব্যস্ততার মাঝে শুটিংয়ে সময় দিতে পারা খুব কষ্টকর হয়ে পড়ে। এ পদক জেতার পেছনে আমার পরিশ্রম এবং বিগত ১০ বছরের শুটিং ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজ করেছে।”

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং সহকারী হাউস টিউটর  মোশরাত জাহান টগর উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!