• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা, সন্ধ্যার পর শিক্ষার্থীদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৮:৪৩ পিএম
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা, সন্ধ্যার পর শিক্ষার্থীদের বিক্ষোভ
বিক্ষোভ মিছিল। ছবি : প্রতিনিধি

সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের ওপর হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।  

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।

এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তি, সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন।  

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, “যারা মানবাধিকারের বুলি আওড়ায়, তারা ফিলিস্তিনের ইস্যুতে নিশ্চুপ থাকে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সকল দেশকে আহ্বান জানাই, যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়।”

জবি শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ব যখন ঘুমানো বর্বর ইসরায়েল বাহিনী তখন নিরীহ মানুষদের পাখির মতো হত্যা করছে। পশ্চিমা বিশ্ব সারাদিন শুধু মানবাধিকারের বুলি আওড়ায় ফিলিস্তিনের মানুষের কথা উঠলেই চুপ হয়ে যায় তারা। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদের (রা.) মতো গর্জে উঠতে হবে।”

Link copied!