• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু


রাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৫:২৩ পিএম
রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৩তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে ১৭টি হল টিমের প্রায় একশত পঁচাত্তর জন প্রতিযোগি অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী হলের প্রাধ্যক্ষগণ নিজ নিজ দলের পতাকা উত্তোলন করেন। এরপর কৃতি খেলোয়াড় সোহান ও তামান্না মশাল প্রজ্জ্বালন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, অ্যাথলেটিকস এন্ড অ্যাকুয়াটিকস সাব-কমিটির সভাপতি বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. সাহেদ জামান, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!