অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত দেড়টার পর ক্যাম্পাসের বিজয় একাত্তর হলের সামনে থেকে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। এরপর বিভিন্ন হল থেকেও মিছিল বের করা হয়। পরে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনের সড়কে গিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।
রাত দুইটার দিকে সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ‘বিচার বিচার, বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘ড. ইউনূসের বক্তব্য, প্রত্যাহার করতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে শোনা গেছে।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান।