• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস চলবে জবিতে


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৩:৩০ পিএম
সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস চলবে জবিতে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহের জন্য দুই সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এখন থেকে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস চলবে, আর মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।

আইনুল ইসলাম বলেন, “সামনের রোববার থেকে সপ্তাহে চার দিন অফলাইনে ক্লাস-পরীক্ষা চলবে। শুধুমাত্র মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, “সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলবে।”

শুধু মঙ্গলবারই কেন অনলাইন ক্লাস, এ প্রশ্নের জবাবে উপাচার্য সাদেকা হালিম বলেন, “এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার অনলাইনে ক্লাস হতো, সেই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত।”

দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে গত ২২ এপ্রিল থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!