• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘ছাত্রলীগের হামলার বিচার না পেলে আত্মহত্যা করব’


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৯:৫১ পিএম
‘ছাত্রলীগের হামলার বিচার না পেলে আত্মহত্যা করব’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার বিচার না পেলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর কাছে হামলার বিচার চেয়ে লিখিত অভিযোগ দেয় সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগ নৃশংস হামলা চালিয়েছে। আমি একটি ছাত্র সংগঠনের নির্বাচিত সভাপতি, আমার গায়েও তারা আঘাত করেছেন। যে আঘাত এখনো আছে। যারা হামলা করেছে তাদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। আমরা আজ প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এক সপ্তাহের মধ্যে এ হামলার বিচার চেয়েছি। প্রক্টর আমাদের বিচারের আশ্বাস দিয়েছেন।”

আত্মহত্যার হুঁশিয়ারি জানিয়ে ইয়ামিন মোল্লা বলেন, “আমরা যে হামলার শিকার হয়েছি, যদি তিনি বিচার না করেন, আমি সংগঠনের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে এই প্রক্টর অফিসের সামনে এসে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করব। বারবার মার খেয়ে বিচার না পেয়ে মরার চেয়ে নিজেই নিজেকে মেরে ফেলা ভালো।”

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ মাহমুদ বলেন, “হামলাকারীদের বিচার নিশ্চিত করতে প্রক্টর স্যারের নিকট অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শাহবাগ থানায় মামলা করা হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!