• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমার এখনও মনে হচ্ছে কারাগারে আছি : খাদিজা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৩:২৯ পিএম
আমার এখনও মনে হচ্ছে কারাগারে আছি : খাদিজা
ছবি: প্রতিনিধি

প্রায় ১৫ মাস পর মুক্তি পেয়ে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা খাদিজাতুল কুবরা। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার দেড় ঘন্টা পর সকাল ১১টা ৩০ মিনিটে পরীক্ষার হলে এসে উপস্থিত হন তিনি।

সোমবার (২০ নভেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘স্ট্যাটিসটিক্যাল এপ্রোচেস টু দ্যা স্টাডি অব পকিটিক্স’ বিষয়ের পরীক্ষা ছিল। এদিন দুপুর ১টায় শেষ হয় তার পরীক্ষা। এর আগে সকাল ৯টায় মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন খাদিজা।

খাদিজার বোন সিরাজুম মনিরা বলেন, “খাদিজার সেমিস্টার নষ্ট হয়েছে। সে ১৫ ব্যাচের শিক্ষার্থী হলেও এখন ১৬ ব্যাচের সাথে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছে।”

তিনি আরও বলেন, “খাদিজার গতকাল রাতে মুক্তি পাওয়ার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ কালকে মুক্তি দেয়নি। আজকে সকাল ৯টায় মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়ার পর ক্যাম্পাসে আসতে আসতে সাড়ে ১১টা বেজেছে।”

পরীক্ষা দিয়ে বের হয়ে খাদিজাতুল কুবরা বলেন,  “আমার এখনও মনে হচ্ছে আমি কারাগারেই আছি। এখানে এসে কোনোমতে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আগামী পরীক্ষাগুলোও দেবো। আর কিছু বলতে চাইনা।”

এর আগে গত ১৬ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ খাদিজাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন। আজ সোমবার থেকে খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় দ্রুত আদেশের সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা প্রার্থনা করা হয় প্রধান বিচারপতির কাছে৷ যার প্রেক্ষিতে তিনি যথাযথ নির্দেশ প্রদান করেন।

এর আগে রোববার গভীর রাত পর্যন্ত তার আইনজীবী ও পরিবারের সদস্যরা কারা ফটকে অপেক্ষা করলেও সেদিন মুক্তি মেলেনি। পরে আজ সকালে মুক্তি পেলেন তিনি।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!