ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সহপাঠীরা। একই সঙ্গে তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মশিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
মানববন্ধনে শিক্ষার্থীরা- ‘মশিউর হাসপাতালে, সন্ত্রাসী বাহিরে কেন?’, ‘সন্ত্রাসী হামলার দ্রুত বিচার চাই’, ‘মশিউরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, স্বাধীন দেশে রক্ত কেন?’, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে’ ইত্যাদি বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “মশিউরের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচার কাজে কোনো রকম দীর্ঘসূত্রিতা দেখা দিলে বা অল্প সময়ের মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।”
বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অসুস্থ মশিউরের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের দাবি জানান। এছাড়া তাকে আইনি সহায়তা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে ঝিনাইদহ থানায় জিডি করারও দাবি জানান তারা।
প্রসঙ্গত, গতকাল ৩১ অক্টোবর রাতে টিউশনি থেকে ফেরার পথে ঝিনাইদহের আরাপপুরে ইবি শিক্ষার্থী মশিউরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে ভুক্তভোগী ওই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।