ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘শিক্ষকের ওপর হামলা কেন, ‘প্রশাসন জবাব চাই’ ‘প্রক্টরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘দাবি মোদের একটাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘আমাদের আন্দোলন, চলছে চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, “দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারির সময় আমাদের বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের ওপর হামলা করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। যাতে পরবর্তীতে আর কেউ শিক্ষকদের ওপর হামলা করার সাহস না পায়। আমরা কোনো হামলাকারীদের ক্যাম্পাসে দেখতে চাই না। একটি তুচ্ছ ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। কিন্তু তারপরেও কিছু শিক্ষার্থী উস্কানি দিয়েছে। পরে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর হামলা করেছে। আমরা অতিদ্রুত এই হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করছি।”
প্রসঙ্গত, গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এসময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও কয়েকজন শিক্ষক আহত হন।