সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে। এতে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দীন রুনু বলেন, “আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি বৈষম্যের ব্যাপারটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ। জুলাই বিপ্লবের পরেও আমরা এ ধরনের মন-মানসিকতা থেকে বের হতে পারিনি।”
জামাল উদ্দীন রুনু বলেন, “পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, এটা সত্য। সেটা পুরুষের জন্যও সমান, নারীর জন্যও সমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছেলেরা খাচ্ছে, কিন্তু মেয়েরা খেলেই সমস্যা। মব জাস্টিসের মধ্য দিয়ে যে নিপীড়ন করা হয়েছে সেটির নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “কিছু কিছু জায়গায়, পাবলিক প্লেসে আইনি বাধ্যবাধকতা আছে, এটা সত্য। কিন্তু সেটার কি ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। যদি হয় সেটা ভালো কথা। সেটা সবার জন্যই প্রযোজ্য হবে। তবে আমাদের উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সেটা আমাকে আরও ভাবিয়েছে। তারা বিষয়টাকে আইনিভাবে খতিয়ে দেখতে পারত এবং এর আওতায় নিতে পারত।”
এ সময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মাহজাবিন প্রিয়ন্তি বলেন, “খুব হতাশার সঙ্গে আমরা দেখি যে এই রাষ্ট্রব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা মেয়েদের বন্দিত্ত্বের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অধীর আগ্রহী, মেয়েদের নিরাপত্তাদানের ব্যাপারে তাদের ন্যূনতম কোনো আগ্রহ বা সদিচ্ছা দেখতে পাই না। এই মেয়েদেরকেই দেখেছি জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে।”
তিনি আরও বলেন, “আমরা প্রকাশ্যে ধূমপানের পক্ষে নই, কিন্তু এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্র প্রচলিত আইন দ্বারা ব্যবস্থা নেবে। আমরা এই পুরুষতান্ত্রিক মনোভাবের বিপক্ষে। যেই সমাজ পুরুষ ধূমপান করলে চুপ থাকে, কিন্তু নারীর ক্ষেত্রে সহিংস আচরণ করে; আমরা সেই সমাজের বিপক্ষে।”