জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সংস্কার, ভিসি কোটা ও মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ৪৯তম ব্যাচের শিক্ষার্থী কাউসার আলমের সঞ্চালনায় সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন, ইতিহাস বিভাগ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) শাকিল আলী, ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের শাবাব বক্তব্য রাখেন।
শাকিল আলী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল বৈষম্যহীন সমাজব্যবস্থা। যে কোটা ব্যবস্থার জন্য ছাত্ররা জীবন দিয়েছেন, সেটা বাতিলের জন্য এখনো মাঠে নামতে হচ্ছে। কোটা থাকবে তবে সেটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু পোষ্য কোটাধারীরা কীভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়। এ ছাড়া ভিসি কোটা পুরোপুরি অযৌক্তিক। এ কোটার জন্য আমলারা, এমপি-মন্ত্রীরা কল দেন। যারা যত বেশি টাকা ঢালতে পারেন, সেই ভর্তির সুযোগ পান। অতি দ্রুত এগুলো বাতিল করতে হবে।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, “একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ৬০ নম্বর পেয়ে ভর্তির সুযোগ পান না, অন্যদিকে মাত্র ২৬ নম্বর পেয়ে পোষ্য কোটাধারীরা ভর্তির সুযোগ পাচ্ছেন। এই বৈষম্য জাহাঙ্গীরনগরে চলবে না। যদি পোষ্য কোটা রাখতে হয়, তাহলে যৌক্তিক সংস্কার করে রাখতে হবে।”