• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন পেলেন এইচএসসি পরীক্ষার্থীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০২:২৮ পিএম
প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন পেলেন এইচএসসি পরীক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

রুটিন অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুলাই) পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ তাদের হাতে ধরিয়ে দিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন। এমনটাই ঘটেছে চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিজয় সরণি ডিগ্রি কলেজ কেন্দ্রে। 
এ বিষয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষার শুরুতে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হইচই পড়ে যায়। এরপর শিক্ষার্থীদের থেকে প্রশ্নপত্রটি পুনরায় সংগ্রহ করে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। এ ঘটনার ২ ঘণ্টা পর প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা শুরু হয়।
ভুল প্রশ্ন পত্র বিতরণের বিষয়ে জানতে কেন্দ্র সচিব ভাটিয়ারী বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল শিব শংকর শীলের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ও সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার বলেন, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের। জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে প্রত্যেক কেন্দ্র সচিবকে বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হয়।

Link copied!