চলতি বছরের আগামী জুন মাসের শেষ দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) অধ্যাপক মো. আবুল বাশার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে। সে লক্ষ্যে সম্ভাব্য রুটিনের খসড়া প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, দ্রুতই পরীক্ষার সম্ভাব্য রুটিন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। এর আগে ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। কিন্তু মহামারি করোনারভাইরাসের কারণে ২০২০ সালের মার্চ থেকে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। তবে আস্তে আস্তে এ দুইটি পাবলিক পরীক্ষা যথাসময়ে নেওয়ার চেষ্টা করছে সরকার।