• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

বাড়ি গিয়ে ঈদ করা হলো না জাবি শিক্ষার্থী রিমুর


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ০৮:৪৫ পিএম
বাড়ি গিয়ে ঈদ করা হলো না জাবি শিক্ষার্থী রিমুর
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

রংপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম আজমুদা রিমু। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া এলাকায় পাগলাপীর-জলঢাকা আঞ্চলিক সড়কের খলেয়া নামক স্থানে বাস ও সিএনজির সংঘর্ষে তার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদসহ অন্যান্য কারণে প্রায় ২২ দিনের বিশ্ববিদ্যালয়ের ছুটিতে গ্রামের বাড়ি নীলফামারীতে যাচ্ছিলেন রিমু। তবে বাড়ির কাছাকাছি গিয়েও ঈদযাত্রা সমাপ্ত হয়নি।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শরিফুল ইসলাম।

খান শরিফুল ইসলাম বলেন, “শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় বাস ও সিএনজির সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থী রিমু পাগলাপীর থেকে নীলফামারীগামী সিএনজিতে ছিলেন।

নিহত শিক্ষার্থীর চাচা মনিরুজ্জামান বলেন, “রিমু ভার্সিটি থেকে বাড়ি আসছিল। সে ভার্সিটি থেকে রংপুরে এসে বাস থেকে নামে। পরে সেখান থেকে সিএনজিতে করে বাসায় আসার পথে এ ঘটনা ঘটে। তাকে রংপুর মেডিকেল কলেজে নিলে সেখানেই মারা যায়।”

রিমুর গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নে।
 

Link copied!