রাজধানীর হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম শ্রেণির পাশাপাশি ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভর্তিসংক্রান্ত নিয়মাবলি বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করা যাবে।
শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরম ১৪ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ের অফিসে পাওয়া যাবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করতে হবে। ভর্তিসংক্রান্ত নিয়মাবলিও এই সময়ের মধ্য সংগ্রহ করতে হবে।