• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবির হাসিনা হল প্রভোস্ট প্রত্যাহার, ৫ ছাত্রলীগ কর্মী বহিষ্কার


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৭:২৯ পিএম
ইবির হাসিনা হল প্রভোস্ট প্রত্যাহার, ৫ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে র‍্যাগিং ও নির্যাতনের ঘটনায় হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে হাইকোর্টের আদেশের ভিত্তিতে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রী ফুলপরীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ শিক্ষার্থীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইবি শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও কর্মী তাবাসসুম ইসলাম, হালিমা খাতুন ঊর্মি, ইসরাত জাহান মিম ও মোয়াবিয়া জাহানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!