• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরকারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে : সলিমুল্লাহ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০২:২২ পিএম

বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষক ও বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান। তিনি বলেন, “এই পদত্যাগ ছাড়া নতুন কোনো ব্যবস্থা আমরা দিতে পারব না।”

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় আটক শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সলিমুল্লাহ খান বলেন, “এই অন্ধকার শেষ অন্ধকার নয়, আরও অন্ধকার আসবে। সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। আমি বলব আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নয়, আপনার আজকের জন্য আমাদের দাঁড়াতে হবে বুক পেতে।”

এই শিক্ষাবিদ আরও বলেন, “গুলিতে যারা মারা গিয়েছেন, তারা আমাদের পথপ্রদর্শক। আমাদের মধ্যে আমরাও অনেকে মারা যেতে পারি, সেটা মনে রাখতে হবে আপনাদের। সেই মুহূর্তে আমি এটাই বলব, এই সমাবেশ অতি ক্ষুদ্র সমাবেশ, কিন্তু এটা সংহতি সমাবেশ।”

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে সলিমুল্লাহ খান বলেন, “আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি। আমরা কিন্তু ভেসে যাওয়ার জন্য আসিনি। বুদ্ধিজীবী হিসেবে আমাদের এখানে আসা দরকার। আমাদের এই সমস্যার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার। কিন্তু সরকার সেদিকে না গিয়ে বলে এই দল সেই দলকে নিষিদ্ধ করা দরকার। সেটা কিন্তু মূল সমস্যার সমাধান নয়। শুধু সমস্যাকে আরও বাড়াবে। ক্যানসারের চাইতে আরও বাড়াবে।”

শিক্ষার্থীদের মুক্তি দাবি করে তিনি বলেন, “শিক্ষার্থীরা গ্রেপ্তার কেন, মুক্তি দাও। বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। না হলে আমাদের শিক্ষার্থীরা যদি আসতে না পারে আমরা কাকে পড়াব, কী পড়াব?”

Link copied!