• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৪ রজব ১৪৪৬

পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৫০ পিএম
পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

পরীক্ষা দিতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মামুনুর রশিদ। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সোমবার অনুষ্ঠিত মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন মামুনুর রশিদ। শিক্ষার্থীরা অবগত হওয়ার পর পরীক্ষার হলের সামনে জড়ো হন। পরীক্ষা শেষে হল থেকে বের হলে শিক্ষার্থীরা তাকে চড়-থাপ্পড় দেন। পরে প্রক্টরিয়াল বডি এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।

প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, “এই শিক্ষার্থীর বিভিন্ন অভিযোগ থাকায় তাকে পরীক্ষা দিতে আসতে নিষেধ করা হয়েছিল। নিষেধ করার পরও সে পরীক্ষা দিতে এসেছে। আসার পেছনে কারোর ইন্ধন রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখব। তাকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দিয়েছেন। আমরা জানতে পেরেছি ওই শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!