• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আপাতত তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৯:৫৭ পিএম
আপাতত তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের আশ্বাস পেয়ে আপাতত রাজপথে আন্দোলন না করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ক্লাস-পরীক্ষা বর্জন করে শুরু করা ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

তবে, সাত দিনের মধ্যে কমিটি ঘোষণা করা না হলে আবারও রাজপথ অবরোধ শুরু করার ঘোষণাও দিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক শিক্ষার্থী জাভেদ ইকবাল এসব তথ্য জানিয়েছেন।

জাভেদ ইকবাল বলেন, আজ বিকেলে সরকারের পক্ষ থেকে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম তিতুমীর কলেজের ১৪ জন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি টেস্ট (সম্ভাব্যতা যাচাই) করবেন। সে আশ্বাস অনুযায়ী আপাতত রাজপথের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কলেজে ভিত্তিক বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।

সম্প্রতি, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো —

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।

২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।

৩. এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ।

অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

Link copied!