• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবির বাসে আগুন, শিক্ষার্থীদের সহায়তায় নিয়ন্ত্রণ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৮:৪৪ পিএম
ঢাবির বাসে আগুন, শিক্ষার্থীদের সহায়তায় নিয়ন্ত্রণ
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী চৈতালী নামে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের কিছু সিট পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

চৈতালী বাসের কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষণ বলেন, “দুপুর দেড়টার ট্রিপের শিক্ষার্থীদের নামিয়ে ডিপোতে যাওয়ার সময় বাসের দ্বিতীয় তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে বাঙলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। শিক্ষার্থীরা বাসে না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।”

বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন বলেন, “আমি শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাঙলা কলেজের সামনে এলে কয়েকজন বলেন আপনার বাসের দুই তলায় আগুন। কে বা কারা বাসে আগুন দিয়েছে তা বলতে পারছি না। তাছাড়া তখন বাসে কেউ ছিল না।”

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসের ভেতরে এই আগুনের ঘটনা ঘটে। দুইজন দুর্বৃত্ত যাত্রী বেশে বাসের সিটে আগুন দেওয়ার চেষ্টা করে। ড্রাইভার ও হেলপার বুঝে গেলে তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সে সময় ড্রাইভার ও হেলপার অন্যান্যদের সহযোগিতায় আগুন নেভায়। এতে কোনো শিক্ষার্থী আহত হননি। বাসটি ইতোমধ্যে ডিপোতে চলে আসছে।”

Link copied!