• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০৯:১৬ পিএম
ঢাবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট
ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নামে ভুয়া ই-মেইল খুলে পরিচিতদের ক্ষুদে বার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপাচার্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) ঢাবি উপাচার্য নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইংরেজিতে লিখা ওই স্ট্যাটাসে ঢাবি উপাচার্য লিখেছেন, “একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঘোষণা। কেউ আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি ভুয়া জি-মেইল অ্যাকাউন্ট তৈরি করে গুগল চ্যাট ইনভাইট করে আমার নাম ব্যবহার করে মিথ্যা বার্তা পাঠাচ্ছে।”

উপাচার্য নিজের ব্যবহার করা ই-মেইল আইডি ([email protected]) উল্লেখ করে সচেতন থাকার আহ্বান জানান। সেই সঙ্গে পরিচিতদের মধ্যে এই খবর ছড়িয়ে দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

ওই স্ট্যাটাসের সঙ্গে যুক্ত উপাচার্য ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার স্ক্রিনশর্ট সংযুক্ত করে দেন।

ইংরেজিতে লেখা ওই বার্তাতে দেখা যায় উপাচার্যের ছবি সম্বলিত একটি ই-মেইল থেকে বার্তা পাঠানো হয়েছে।

Link copied!