• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা কোর্সে ভর্তির সময় বাড়ল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ১২:২৬ পিএম
বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা কোর্সে ভর্তির সময় বাড়ল
বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা কোর্সে ভর্তির সময় বাড়ল। ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সব বিষয়ের ডিপ্লোমা এবং ২ বছর মেয়াদি ভোকেশনাল/বিএমটি কোর্সে ভর্তির সময় বাড়ানো হয়েছে। চলতি মাসের ২৪ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন।

বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. রকিব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফিশারিজ ও ২ বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন- কমার্স শিক্ষাক্রম এবং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি (ভোকেশনাল)/বিএমটি) ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ২৪ ডিসেম্বর, ২০২৩ হতে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

এতে আরও বলা হয়, উক্ত সময়ের পরে কোনোভাবেই ভর্তির সময় বৃদ্ধি করা হবে না।

উল্লেখ্য, শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাপ্রুভড লিস্টে যেসব শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকবে সেসব শিক্ষার্থীর ডুপ্লিকেট ভর্তি না থাকলে রেজিস্ট্রেশনের জন্য বিবেচিত হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!