• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

জবিতে ‘আমাদের সিনেমা’ শিরোনামে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৪:১৭ পিএম
জবিতে ‘আমাদের সিনেমা’ শিরোনামে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে জবিতে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র। এই চলচ্চিত্র প্রদর্শনির মধ্যে রয়েছে সময়ের বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা।

সোমবার (৫ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী (৫, ৭ এবং ১৪ সেপ্টেম্বর) ‘আমাদের সিনেমা’ শিরোনামে  বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান।

সোমবার সকাল ১০টায় শিমু ও  দুপুর ১টায়  রাত জাগা ফুল, আগামী ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় গন্ডি ও দুপুর ১টায় নোনা জলের কাব্য এবং আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায়  অলাতচক্র ও ১২টায় পরাণ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Link copied!